ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

লেবানন থেকে রাতে দেশে ফিরছেন আরও ৬৫ প্রবাসী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, ডিসেম্বর ৪, ২০২৪
লেবানন থেকে রাতে দেশে ফিরছেন আরও ৬৫ প্রবাসী

ঢাকা: লেবানন থে‌কে বুধবার (৪ ডিসেম্বর) রাতে আরো ৬৫ জন বাংলাদেশি দেশে ফিরবেন। এছাড়া আগামীকাল আরো ১১৪ জন বাংলাদেশি দেশে ফিরবেন।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার রাত ১ টায় বিমানযোগে ৬৫ জন বাংলাদেশি দেশে পৌঁছাবেন।  

লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।  আজ বুধবার ৬৫ জনের ১৩তম  গ্রুপটি বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১ টায় আরো ১১৪ জন বাংলাদেশি লেবানন থেকে ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, যুদ্ধের প্রেক্ষিতে লেবানন থেকে এখনও পর্যন্ত ৭৯৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত এ‌নে‌ছে সরকার।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
টিআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।