ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রধান শিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রধান শিক্ষক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন নামে এক শিক্ষক নিহত হয়েছেন।  

বুধবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন মুন্সিগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমান বলেন, স্টেশনের সিসি টিভি ফুটেজ দেখে জানা গেছে দুই বগির মাঝে পড়ে গিয়ে তিনি কাটা পড়েন। হুড়াহুড়ির কারণে এমন ঘটনা ঘটেছে। ট্রেন থামতেই সবাই তাড়াহুড়া করে উঠতে গিয়ে ধাক্কাধাক্কি করলে দেলোয়ার হোসেন পড়ে কাটা পড়েন।  

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।