ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
ঈশ্বরদীতে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ 

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী-রাজশাহীর মহেশ্বর মহাসড়কের ঈশ্বরদী শহরের কাশফলতলা বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ঝিনাইদহের জেলার হরিনাকুণ্ডু সদর থানার ইমদাদুল হক (৪৫), আব্দুর রউফ (৫৩), শিউলি খাতুন (৪৫) ও রিজভী আহমেদ (৪৫)। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।  

ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আমিরুল ইসলাম বাপ্পী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঝিনাইদহ জেলা সদর থেকে অসুস্থ রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল অভিমুখে যাচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সটি ঈশ্বরদী-রাজশাহী মহেশ্বর মহাসড়কের ঈশ্বরদী শহরের কাশফলতলা বিমানবন্দর সড়কে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ট্রাকটি আটক করছে। ট্রাকের চালক-হেলপার পলাতক রয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলা নথিভুক্ত হবে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।