ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভারত থেকে চোরাই পথে আনা সাড়ে ৩ কোটি টাকার পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
ভারত থেকে চোরাই পথে আনা সাড়ে ৩ কোটি টাকার পণ্য জব্দ

হবিগঞ্জ: ভারত থেকে অবৈধভাবে আনা তিন কোটি ৬১ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি-৫৫ ব্যাটালিয়ন থেকে এ তথ্য দেওয়া হয়েছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এক হাজার ৪৭টি শাড়ি, আট হাজার ২৬৭ মিটার থান কাপড়, ৮৬০ মিটার সোফার কাপড়, ৬৫ হাজার পিস ক্রিম, ৪১২টি পারফিউম, বেবি লোশন ৩৬০টি এবং ২১ হাজার ৮৮০টি চকলেট।

ব্যাটালিয়নের অধিনায়ক অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির বিশেষ টহল দল বুধবার রাতে জেলার মাধবপুর উপজেলার সাহেববাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
তখন মহাসড়কে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যান। পরে এতে থাকা ভারতীয় শাড়ি, থান কাপড়, সোফার কাপড়, ক্রিম পারফিউম, লোশন ও চকলেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, ভারত থেকে অবৈধ উপায়ে বাংলাদেশে আনা এসব পণ্যের বাজার মূল্য তিন কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।