ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসচাপায় ইজিবাইকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
গোপালগঞ্জে বাসচাপায় ইজিবাইকচালক নিহত প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকচালক ত্রিমন বালা (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ত্রিমন বালা জেলার মুকসুদপুর উপজেলার কলিগ্রামের সৌমেন বালার ছেলে।  

গোপালগঞ্জের বৈলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী নয়ন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকচালক ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।