ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৪ প্রতিষ্ঠান থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
চাঁদপুরে ৪ প্রতিষ্ঠান থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ 

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অভিযান চালিয়ে চার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষিত ৭৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসব ব্যবসায়ীদের ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

বিকেলে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত শাহরাস্তির ওয়ারুক বাজার ও ঠাকুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ পারফিউমারি নামে একটি গোডাউন থেকে প্রায় ৫২৫ কেজি, ভাই ভাই স্টোর, উত্তম স্টোর ও হাজী ক্লথ স্টোর নামে তিনটি দোকান থেকে প্রায় ২৫০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ সময় অবৈধ পলিথিন বিক্রির দায়ে চার দোকানের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।  

এছাড়া ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’র আওতায় শব্দদূষণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ওয়ারুক বাজার এলাকায় মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং যাত্রীবাহী একটি বাসে ২০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।  

অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা রক্ষায় শাহরাস্তি থানার একদল চৌকস পুলিশ সদস্য সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি পরবর্তী সময়ের জন্য সতর্ক করে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।