ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
নাটোরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

নাটোর: নাটোর চিনিকলের আখবাহী ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় মো. হানিফ আলী (২৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন পথচারী।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হানিফ জেলা সদর উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর এলাকার আব্দুল বারেকের ছেলে।
তবে আহত পথচারীর পরিচয় জানা যায়নি।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুপুরে বনবেলঘরিয়া বাইপাস এলাকায় নাটোর চিনিকলের আখবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হানিফ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।