ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে পৃথক দুর্ঘটনায় নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
দাউদকান্দিতে পৃথক দুর্ঘটনায় নিহত ৫

কুমিল্লা: দাউদকান্দি উপজেলায় পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন।

শনিবার (৭ ডিসেম্বর) এ দুর্ঘটনাগুলো ঘটে।

বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হেলাল।

তাদের দেওয়া তথ্যমতে ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। একই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন প্রাণ হারান।

সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক বোরহান (২৮) ও জামালপুর সদর উপজেলার মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

এসআই হেলাল বলেন, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করেছে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডলি আক্তার (৩০) নামে এক যাত্রী মারা যান। অটোরিকশায় থাকা বাকি আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০) নামে দুজনের ‍মৃত্যু হয়। নিহতরা সবাই বাসরা গ্রামের বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। নিহত ডলির মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় এনেছে। বাকি দুজন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।