ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের পাশের গাছ থেকে এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পাওয়া গেছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা নাগাদ ফায়ার সার্ভিসের একটি দল এই মরদেহটি উদ্ধার করে।
মরদেহটির নাম বা পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, মরদেহটি পুলিশ ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুলিশ তা অবগত করবে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তির মরদেহ। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাটেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এফএইচ/এজেডএস/এমএম