ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।  

শনিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পৌর এলাকার কুচাইকুঁড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া নন্দীগ্রাম উপজেলার হাঁটুয়া আলাইপুর গ্রামের হরে রাম সাহার ছেলে অটোরিকশা চালক জিতেন্দ্র নাথ সাহা (৪৫) এবং অটোরিকশা যাত্রীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল ওই অটোরিকশাটি। পথে নন্দীগ্রাম-ওমরপুরের মাঝামাঝি কুচাইকুঁড়ি রাস্তায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক এক যাত্রী নিহত হয়।

এ ঘটনায় অটোরিকশায় থাকা শিশুসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।