হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া কম দেওয়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে ঝগড়ার জেরে দুই গ্রামবাসীর মধ্যে চার ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মৌচাক এলাকায় সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বাংলানিউজকে জানান, সকালে কবিরপুর গ্রামের এক যাত্রী সাতপাড়িয়া গ্রামের চালকের ইজিবাইকে ওঠেন। গন্তব্যে যাওয়ার পর তিনি ১০ টাকা ভাড়া দেন। তবে চালক ১৫ টাকা দাবি করেন। এনিয়ে দুজনে মধ্যে হাতাহাতি হয়। পরে তাদের পক্ষ নিয়ে সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মৌচাক এলাকার রাস্তায় সংঘর্ষ শুরু করে। দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে একে অন্যের ওপর ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ছুড়তে থাকলে উভয়পক্ষে অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসআরএস