টাঙ্গাইল: ‘হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বাঁচতে চাই, ভারতের অপপ্রচার মানি না, মানবো না’-স্লোগানে ভারতীয় মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়।
সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি হেমনগর বাজার কালীমন্দির থেকে শুরু হয়ে হেমনগর ডিগ্রি কলেজ হয়ে পুনরায় বাজার কালিমন্দিরে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভোলারপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষিকা সুরভী রানী সূত্রধর বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ করার জন্য আজ এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে হিন্দু-মুসলিম শান্তিতে সহাবস্থান করতেছি। বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য একটি মহল সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। আমরা শাঁখা সিঁদুর পরে রাস্তায় নিয়মিত বের হই, কেউ বাধা দিচ্ছে না। ভারতের স্টুডিওতে বসে উসকানিমূলক মিথ্যা সংবাদ প্রচার না করে, বাংলাদেশে এসে দেখে তারপর সংবাদ প্রচার করুন।
জমিদার বাড়ির উত্তরসূরি খোকন চক্রবর্তী বলেন, ভারতে চার বোনসহ আত্মীয়রা আমাদের খোঁজ নিতে বারবার ফোন দেয়। আমি বলেছি তোমাদের চাইতে আমরা এখানে ভালো আছি। ভারতীয় মিডিয়া উসকানি দিয়ে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। ভারতকে আমরা বলবো এসব বন্ধ করুন।
হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌড় চন্দ্র পাত্র বলেন, ভারতীয় মিডিয়ারা এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, মহিলারা রাস্তায় চলাফেরা করতে পারছে না, হিন্দুদের নিগৃহীত করছে এমন অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরএ