ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে কুয়াশা কমে গেলে সকাল সোয়া ৯ টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা ২০মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়।

এর আগে ভোর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধির কারণে একটু দূরের কিছু না দেখতে পাওয়ায় দুর্ঘটনা রোধে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলেও যাত্রী বা যানবাহনের চাপ নেই এই রুটে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।  

বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে এবং দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।