ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাসায় মিলল স্কুল শিক্ষার্থীর মরদেহ, পরিবারের দাবি আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
বাসায় মিলল স্কুল শিক্ষার্থীর মরদেহ, পরিবারের দাবি আত্মহত্যা

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় ক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ছাত্রীর নাম সামিয়া আক্তার সুগন্ধা (১৭) সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

হতাশাগ্রস্ত হয়ে সে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে স্বজনরা।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই তথ্য জানায় পুলিশ।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাসায় নিয়ে গেলে সকালে সেই বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. রহিম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। বিস্তারিত তদন্ত চলছে।

এদিকে, সামিয়ার খালা রিনা আক্তার জানান, স্থানীয় একটি স্কুলের এসএসসি পরিক্ষার্থী সে। তার বাবা ডালিম মাসুদ তাদের রেখে ২য় পরিবার নিয়ে অন্যত্র থাকেন। মা রুনা ও বড় ভাই অনিকের সাথে কামরাঙ্গীরচর কয়লাঘাট বেরিবাধ এলাকায় বিল্লাল হোসেনের বাড়ির ৫ম তলার ভাড়া বাসায় থাকত।  

তিনি জানান, সামিয়ার মা এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। সোমবার রাতে বাসায় ছিলেন দুই ভাইবোন। সামিয়াকে বাসায় রেখে বড় ভাই অনিক বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাসায় ফিরে দরজা খোলার জন্য সামিয়াকে ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ না পেলে পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে।

তখন প্রতিবেশীদের সহযোগিতায় সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করায় তার মরদেহ আবার বাসায় নিয়ে যাওয়া হয়। সকালে সেই বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। । শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল সামিয়া। সেই সব কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতর পারে বলে জানিয়েছেন স্বজনরা।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০,২০২৪
এজেডএস/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।