ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদত্যাগ করলেন স্বরাষ্ট্রসচিব আবদুল মোমেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
পদত্যাগ করলেন স্বরাষ্ট্রসচিব আবদুল মোমেন

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। গত রোববার (৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

সোমবার তার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

পদত্যাগের কারণ হিসেবে আবদুল মোমেন ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন। তবে জানা গেছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন; সেজন্যই জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন।  

গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে গত ১ অক্টোবর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ