সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে খাবার কুড়িয়ে খাচ্ছেন এক বৃদ্ধ। আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্টরা ‘দুর্ভিক্ষের বাংলাদেশ’, ‘বাংলাদেশের অবস্থা’ প্রভৃতি ক্যাপশন লিখে ছবিটি শেয়ার করছেন।
যুবলীগের একটি পেইজ থেকেও ছবিটি শেয়ার করা হয়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে এটি সাম্প্রতিক বাংলাদেশের ছবি।
ছবিটি পোস্ট করে একেকজন একেক রকম ক্যাপশন দিচ্ছেন। কেউ লিখেছেন, বাংলাদেশের অবস্থা। আবার কেউবা বলছেন এটি দুর্ভিক্ষের বাংলাদেশ। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ছবিটি মোটেই সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৩ সালে তোলা।
সোমবার (০৯ ডিসেম্বর) ছবিটির সত্যতা যাচাই করে একটি প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
অনুসন্ধানে দেখা যায়, আলোকচিত্রী জিএমবি আকাশের ফেসবুক পেজে রোববার ৮ ডিসেম্বর হুবহু একই ছবি পোস্ট করা হয়েছে। একই ছবি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে।
পোস্টগুলোর ক্যাপশনে আকাশ উল্লেখ করেন, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর ধারণ করা হয়েছে। তবে ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি। এ প্রেক্ষিতে রিউমর স্ক্যানার টিম আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে মূল ছবিটি সংগ্রহ করেছে।
এছাড়া মূল ছবির মেটাডাটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি আসল এবং এটি ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমএম