চাঁদপুর: চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ রুবেল হাওলাদার (৪২) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রুবেল খুলনা জেলার সোনাডাঙ্গা গ্রামের হাওলাদার বাড়ির মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব বলেন, রুবেল খুলনার মাদককারবারি রিংকু গাড়ি ভাড়া করে কুমিল্লার বুড়িচং এলাকায় নিয়ে আসেন। মঙ্গলবার সকালে বুড়িচং এলাকার ভারতীয় সীমান্ত এলাকায় গিয়ে ৪৪ কেজি গাঁজা প্রাইভেটকারে করে নিয়ে চাঁদপুর হয়ে খুলনা নিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, হরিণা ফেরিঘাট এলাকা থেকে একটি প্রাইভেটকার, ৪৪ কেজি গাঁজা, ১২ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইলফোনসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ অবৈধ মালামাল ও আসামিকে নিয়মিত মামলা দেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জিম্মায় সোপর্দ করা হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন রিফাত আল আসমাউলসহ সেনা সদস্য, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআরএস