ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০

ঢাকা: বিসিএসে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।  

প্রজ্ঞাপন অনুযায়ী, মৌখিক পরীক্ষা ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বিসিএসের মোট ১১০০ নম্বরের পরিবর্তে ১০০০ নম্বর হবে।  

এর আগে সরকারি কর্ম কমিশন বিসিএসের মৌখিক পরীক্ষার আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়।

গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআইএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।