ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

১৩ ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশ নিষিদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২২, ডিসেম্বর ১২, ২০২৪
১৩ ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশ নিষিদ্ধ

ঢাকা: মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ছেড়ে না যাওয়া পর্যন্ত সেখানে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো যাবে না

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো যাবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ক্ষতি করা যাবে না বলেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।