ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাইয়ের ঘরে আগুন দিয়ে দা হাতে দাঁড়িয়ে ছিলেন যুবক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
ভাইয়ের ঘরে আগুন দিয়ে দা হাতে দাঁড়িয়ে ছিলেন যুবক 

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে টাকা না পেয়ে বড় ভাইয়ের ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছেন এক যুবক। কেউ যেন আগুন নেভাতে না আসে সেজন্য ঘরের বাইরে দা হাতে দাঁড়িয়ে ছিলেন তিনি।

যে কারণে আগুন নেভাতে কেউ এগিয়ে আসেনি। পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খড়কি গ্রামে।

খড়কি গ্রামের বাসিন্দা প্রয়াত নারায়ণ ঢালীর ছেলে মিঠুন ঢালী এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে। মিঠুন মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।

মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক সজিবুর রহমান এদিন রাতে ৯৯৯-এর মাধ্যমে জানতে পারেন নারায়ণ ঢালীর ছেলে বাদল ঢালীর ঘরে অগ্নিসংযোগ করেছেন তার ছোট ভাই মাদকাসক্ত মিঠুন ঢালী। কেউ যেন আগুন নেভাতে আসতে না পারে সেজন্য দা নিয়ে দাঁড়িয়ে আছে। খবর পেয়ে তারা গিয়ে দেখতে পান সম্পূর্ণ ঘরে আগুন জ্বলছে। পরে তারা রাত সাড়ে ৯টার দিকে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। তবে নেভানোর আগেই ঘরসহ সব মালামাল পুড়ে যায়।

পরিদর্শক আরও জানান, ঘটনার পর ঘরের কাউকে পাওয়া যায়নি। তাই আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা প্রদীপ চন্দ ভক্ত জানান, মা ও ছেলে মিঠুনের ঘরে থাকতেন। মাদকাসক্ত মিঠুন টাকা না পেয়ে নিজে ঘরে আগুন দিয়েছে। দা নিয়ে মিঠুন সামনে দাঁড়িয়ে থাকায় কেউ আগুন নেভাতে যায়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, মাদকাসক্ত ছেলে ঘরে আগুন দিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু তারা গিয়ে কাউকে পায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।