ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে নিখোঁজের পরদিন হাওরে মিলল যুবকের মরদেহ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
কোম্পানীগঞ্জে নিখোঁজের পরদিন হাওরে মিলল যুবকের মরদেহ 

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে নিখোঁজ হওয়ার পর দিন হাওরে পাওয়া গেছে আতাউর রহমান আতাই (৩৫) নামে এক যুবকের মরদেহ।  

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশের বিলেরখড় হাওর থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিমপাড়ার মৃত বশির মিয়ার ছেলে।  

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আতাই মিয়া স্থানীয় পুটামারা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন। শনিবার সকালে বিলেরখড় হাওরে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজাইর আল মাহমুদ আদনান বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, কে-বা তারা তাকে হত্যার পর মরদেহ হাওরে ফেলে রাখে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ