ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁড়িতে যাওয়ার পথে ট্রলির চাপায় পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
ফাঁড়িতে যাওয়ার পথে ট্রলির চাপায় পুলিশ সদস্য নিহত বালু বহনকারী ঘাতক ট্রলি

পাবনা: পাবনা সদর উপজেলায় অবৈধ বালু বহনকারী ট্রলির চাপায় মাসুদ রানা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এসময় মোস্তাফিজুর রহমান নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে পাবনা থেকে কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন মাসুদ রানা। এ সময় শ্রীপুরে পৌঁছালে পেছন থেকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আহসান হাবিব আকাশ, সুমন হোসেন ও পিয়াসসহ স্থানীয়রা জানান, ট্রলিটি ভাড়ারা থেকে বালু নিয়ে ওই এলাকায় নামিয়ে আবার বালু মহলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সরকার পতনের পর এলাকায় বালু উত্তোলন বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি আবারও বালু উত্তোলন শুরু হওয়ায় রাস্তা-ঘাটে বালু বহনকারী যানবাহন ব্যাপক আকারে বেড়েছে। বালু   বহনকারী গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।