ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে  রেস্তোরাঁর আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট। সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দুপুর ২ টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ছবি: শাকিল আহমেদ

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ার বাংলানিউজকে বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ২ টা ২ মিনিটে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। আমরা মোট ৭ জনকে উদ্ধার করেছি। কোনো নিহত নেই। প্রাথমিকভাবে ধারণা করছি, আগুন নিচতলা থেকে লেগে ওপরে ছড়িয়ে যায়।  

আগের নিউজ লিংক>> রেস্টুরেন্টে আগুন: ৭ জন উদ্ধার, ভবনে আটকা কয়েকজন

                                      উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট 

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।