ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চোরের মাথা ন্যাড়া করে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিল জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
চোরের মাথা ন্যাড়া করে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিল জনতা

মাদারীপুর: মাদারীপুরে পানির মোটর চুরি করতে এসে ধরা পড়ে মাথা ন্যাড়ার শিকার হতে হলো গোলাম রাব্বি (২৫) নামের এক যুবককে।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে জেলা শহরের আলহাজ আমিন উদ্দিন হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

 

মাথা ন্যাড়ার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত গোলাম রাব্বি কালকিনি উপজেলার মিয়ারহাট লঞ্চঘাট এলাকার শাজাহান বেপারীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মতিউর রহমান বাবুলের বাসায় প্রবেশ করে গোলাম রাব্বি। মতিউরের বাসার কাজে ব্যবহৃত পানির মোটর চুরি করতে গেলে টের পাযন ঘরের লোকজন। একপর্যায়ে ধাওয়া দিয়ে রাব্বিকে ধরে ফেলেন স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির করার কথা স্বীকার করেন রাব্বি। পরে উত্তেজিত জনতা রাব্বির মাথা ন্যাড়া করে মোবাইলফোনে একটি ভিডিও ধারণ করে। সেই ভিডিও রাতেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদর মডেল থানা পুলিশ। পরে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, রাতে গোলাম রাব্বি নামে এক যুবককে চুরির অভিযোগে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।