ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

আগুন পোহাতে গিয়ে দগ্ধ, ৫ দিন পর মারা গেল ছোট্ট আয়শা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, ডিসেম্বর ২০, ২০২৪
আগুন পোহাতে গিয়ে দগ্ধ, ৫ দিন পর মারা গেল ছোট্ট আয়শা সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ: আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে পাঁচদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আয়শা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের চরলক্ষ্মীয়া এলাকায় দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।  

আয়শা চরলক্ষ্মীয়া এলাকার মোজাম্মেল হক ফারুকের মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর বিকেলে পাকুন্দিয়া পৌরসদরের নামাবাজার এলাকার ভাড়া বাসার পাশে আগুন পোহাচ্ছিল আয়শা। এ সময় অসাবধানতাবশত অগ্নিদগ্ধ হয় সে। পরে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।