ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

এবার বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এবার বনশ্রীতে আবাসিক ভবনে আগুন প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনশ্রীতে ৬ তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রাজধানী উত্তরার একটি রেস্তোরাঁয় আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।  প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টায় দুপুর দুপুর ২টা ০২মিনিটে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  আগুনের ঘটনায় রেস্তোরাঁটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করা হয়।

অর্থাৎ রাজধানীতে একই দিনে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি অগ্নিকাণ্ড ঘটলো।

এদিকে শুক্রবার (২০ ডিসেম্বর) ৮টা ৩৫ মিনিটে বনশ্রী ব্লক-সি, রোড-৪, ১৬ বাসার ৬ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা মো. শাজাহান বাংলানিউজকে বলেন, বনশ্রীতে ৬ তলা বিশিষ্ট একটি ভবনে রাত ৮টা ৩৫ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের বিষয় জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।