ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হত্যা মামলা: গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
হত্যা মামলা: গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২ ইউপি চেয়ারম্যান মনির গাজী

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় জেলা সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির গাজী ও নিজড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফায়েকউজ্জামান মীনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজনকে শনিবার (২১ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে জেলা শহরের কাঁচা বাজার এলাকা ও নিজড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওসি মির সাজেদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলা শহরের কাঁচা বাজার এলাকা থেকে শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি মনির ও নিজড়া ইউনিয়নের নিজড়া গ্রামের বাড়ি থেকে নিজড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মীনাকে গ্রেপ্তার করা হয়েছে।  

গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার স্ত্রী, সন্তান ও দলীয় নেতা–কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা গাড়িবহরে হামলা চালান। সে সময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়।  

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম (সেলিম), সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।