ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হারিয়ে যাওয়া ৫৩ মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
হারিয়ে যাওয়া ৫৩ মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ প্রকৃত মালিকদের হারিয়ে যাওয়া মোবাইল বুঝিয়ে দিয়েছে পুলিশ

ঢাকা: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪টি ও হাতিরঝিল থানা ২৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত কয়েকদিনে ২৪টি মোবাইল ফোন উদ্ধার করে। শনিবার তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়ার উপস্থিতিতে উদ্ধারকৃত ২৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে হাতিরঝিল থানা সূত্রে জানানো হয়, শনিবার তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনারের উপস্থিতিতে গত কয়েকদিনে উদ্ধারকৃত ২৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। এসব মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছিল। হাতিরঝিল থানা পুলিশ জিডিমূলে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করেছে। হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।