ঢাকা: রাজধানীতে সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযান শুরু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পেশাদার ৯৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে মামলা রয়েছে।
এ বিষয়ে সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমএমআই/জেএইচ