ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার সোনার বার ফেলে পালালেন পাচারকারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার সোনার বার ফেলে পালালেন পাচারকারী চারটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবি দেখে চারটি সোনার বার আর বাইসাইকেল ফেলে পালিয়ে গেছেন এক পাচারকারী। পরে সেই সোনার বারগুলো উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার করা চারটি বারের ওজন এক কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম। যার দাম এক কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকা।  

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে একজন চোরাকারবারী বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের জন্য গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে যাবেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/১ এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়ান মো. আশকার মণ্ডলের আম বাগানে অবস্থান নেয়। দুপুর পৌঁনে ২টার দিকে এক বাইসাইকেলআরোহীকে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি থামতে বললে তিনি সঙ্গে থাকা ব্যাগ আর বাইসাইকেল ফেলে দৌড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার দিকে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশী করে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় স্বর্ণের ফ্লাটবারগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম। যার মূল্য এক কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল।  

এ ঘটনায় জীবননগর থানায় মামলা করে স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।