ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় নাহিদ শেখ (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা উপজেলার ধান গবেষণা অফিসের সামনের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাহিদ শেখের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়। তবে তিনি ভাঙ্গা পৌরসভার সিলাধরচর গ্রামে বসবাস করতেন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, নাহিদ ভ্যান চালিয়ে আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আরএ