ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে ভ্রমণ ঝুঁকি কমাল জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
বাংলাদেশে ভ্রমণ ঝুঁকি কমাল জাপান

ঢাকা: বাংলাদেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ ঝুঁকি কমিয়েছে জাপান। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা লেভেল ২ থেকে লেভেল ১ -এ উন্নীত করেছে দেশটি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়  শুক্রবার (২৭ ডিসেম্বর ) বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা লেভেল ২ থেকে লেভেল ১-এ উন্নীত করেছে। জুলাই ও আগস্টে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি মাসে জাপান বাংলাদেশের ওপর লেভেল ২ ভ্রমণ সতর্কতা জারি করে।

জাপান নিজ দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণে চার ধরনের ভ্রমণ সতর্কতা জারি করে থাকে। লেভেল ৪ হলো সর্বোচ্চ সতর্কতা। আর লেভেল ১ সর্বনিম্ন সতর্কতা।  

লেভেলে ১ -এ সাবধানে থাকতে বলা হয়েছে। আর লেভেল ২-এ অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।