গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় বাসচাপায় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- কাপাসিয়া উপজেলার মৈশন এলাকার সুলতান মোক্তারের ছেলে সাইফুল ইসলাম ফারুক (৫৬)। তিনি পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নিহত সাইফুল ইসলাম ফারুকের স্বজন ও এলাকাবাসী জানায়, প্রধান শিক্ষক ফারুক স্কুল ছুটির পর মোটরসাইকেলযোগে কাপাসিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত সাইফুল ইসলাম ফারুকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর বাস ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
আরএস/আরআইএস