ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রাবণী এখন শ্রাবণ, এলাকায় চাঞ্চল্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
শ্রাবণী এখন শ্রাবণ, এলাকায় চাঞ্চল্য শ্রাবণী আক্তার খুশি থেকে ওমর ফারুক শ্রাবণ

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় শ্রাবণী আক্তার খুশি (১৫) নামের এক তরুণী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। সেই সঙ্গে তার নাম বদলে রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ ৷ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রাবণী আক্তার খুশি জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় মেয়ে।

এদিকে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রোববার (২৯ ডিসেম্বর) এক নজর দেখার জন্য খোকন মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

জানা যায়, শ্রাবণী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এক বছর ধরে ছেলেদের মতো আচরণ লক্ষ্য করা যায় তার মধ্যে। গত ৬ মাস আগে থেকে শ্রাবণীকে নিয়মিত চিকিৎসা করাতে থাকে শ্রাবণীর পরিবার।  

সরেজমিনে দেখা গেছে, শ্রাবণী নামে ওই তরুণীর বাড়িতে মানুষের ভিড়। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূরদূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

শ্রাবণী আক্তার খুশি (বর্তমানে ওমর ফারুক শ্রাবণ) বলেন, মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ায় আমার কোনো দুঃখ নেই। বাবার কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটা খুশি হয়েছি। আমার বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ।

এ বিষয়ে শ্রাবণীর বাবা খোকন মিয়া বলেন, আমার মেয়ের আচরণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করিয়েছি। গত ৬ মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে বলে সাব্যস্ত হয়। গত ১৯ ডিসেম্বর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়িতে আসি। পরে আমার বাড়ির মুরব্বিদের উপস্থিতিতে মেয়েকে ছেলেদের পোশাক পরিয়ে দেই। এরপর মুরব্বিদের সঙ্গে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ের শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে।

তিনি বলেন, আমার ৩ মেয়ে ছিল। কোনো ছেলে সন্তান না থাকায় অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে। তবে আমার বড় মেয়ে ছেলে হিসেবে রূপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার অনেক খুশি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।