ঢাকা: রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং ছয়টি সংসদীয় আসনের আট সংসদ সদস্যের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং ছয়টি সংসদীয় আসনের আট সংসদ সদস্য যথাক্রমে:
১। শাহরিয়ার আলম, সাবেক সংসদ সদস্য
২। ওমর ফারুক চৌধুরী, সাবেক এমপি, রাজশাহী-১
৩। ফজলে হোসেন বাদশা, সাবেক সংসদ সদস্য
৪। আসাদুজ্জামান আসাদ, সাবেক সংসদ সদস্য, রাজশাহী-৩
৫। আয়েন উদ্দিন, সাবেক এমপি, রাজশাহী-৩
৬। এনামুল হক, সাবেক এমপি, রাজশাহী-৪
৭। আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য, রাজশাহী-৪
৮। দারা-মুনসুর, সাবেক এমপি, রাজশাহী-৫
লিটনসহ আত্মগোপনে যাওয়া এসব সংসদ সদস্যের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এসএমএকে/এমএম