ঢাকা: রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ সাজিদুল হক (২৭) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য বৃহস্পতিবার রাতে গাবতলী পর্বত সিনেমা হলের সামনের রাস্তায় ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামসহ অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর সময় সাজিদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর দুজন সহযোগী পালিয়ে যান। পরে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
এ ঘটনার ডিএমপির দারুসসালাম থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এমএমআই/আরবি