ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

মিরপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জানুয়ারি ১, ২০২৫
মিরপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের তক্কেল প্রামাণিকের ছেলে বিটু গায়েন (৩০) ও একই এলাকার গুরা সর্দার (৭৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাহেবনগর এলাকায় মালবাহী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় কাভার্ড ভ্যানের নিচে ব্যাটারিচালিত ভ্যানের যাত্রীরা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন।

চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বাংলানিউজকে বলেন, কুষ্টিয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি কুষ্টিয়া থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। ভ্যানটিও একই দিকে যাচ্ছিল। পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কাভার্ডভ্যান। এ সময় কাভার্ডভ্যানের নিচে ভ্যান ও ভ্যানের যাত্রী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।