ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিমসহ গ্রেপ্তার ৫

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিমসহ গ্রেপ্তার ৫ গ্রেপ্তার: প্রতীকী ছবি

খুলনা: খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন- ফয়সাল আহমেদ দ্বিপ (২৫), রিয়াজুল ইসলাম রাজু (৩৫), মো. কামরুজ্জামান নাঈম (২৫) ও মো. রানা তালুকদার (২৯)।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার (১ জানুয়ারি) ভোরে ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নূর আজিম এমিপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এছাড়া নূর আজিমের অনুসারী তাদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো. তৈমুর ইসলাম জানান, খুলনা থেকে একটি টিম ঢাকায় গুলশান, বাড্ডা, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা শানু মহুরির ছেলে নূর আজিম, দেয়ানা দত্ত এলাকার বাসিন্দা মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল আহমেদ দ্বিপ, খালিশপুর এলাকার বাসিন্দা মো: জাহাঙ্গীর আলম ফকরুলের ছেলে মো. কামরুজ্জামান নাঈম, নিরালা কাশেম নগর এলাকার বাসিন্দা বাবুল মতব্বর এর ছেলে রিয়াজুল ইসলাম রাজু এবং খালিশপুর এলাকার বাসিন্দা শামসুল হক তালুকদারের ছেলে মো. রানা তালুকদারকে গ্রেপ্তার করে। এর মধ্যে রিয়াজুল পূর্ববানিয়াখামা এলাকার বাসিন্দা দাদো মিজানের খালাতো ভাই। রিয়াজুল পূর্ববানিয়াখামার এলাকার আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি।

কেএমপির ডিবি ওসি মো. তৈমুর ইসলাম বলেন, বুধবার ভোরে ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের নিয়ে খুলনার উদ্দেশে রওনা দিলে দুপুর ২টায় খুলনা ডিবি কার্যালয়ে পৌঁছাই। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা,অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা,  জানুয়ারি ১,  ২০২৫
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।