ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো. ফিরোজ নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে আলুটিলা ২০ নম্বর এলাকায় খাগড়াছড়িগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকচাপায় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেলচালক ফিরোজ নিহত হন। তিনি বান্দরবানের লামার সিলাছড়ি এলাকার মো. কামালের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরোহী মো. রাকিব কাজী। তিনি গোপালগঞ্জ চকল পুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান, সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন। আর একজন চিকিৎসাধীন। তার অবস্থা মোটামুটি ভালো।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।