ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

জানুয়ারিতেও অপরিবর্তিত সিলিন্ডার গ্যাসের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
জানুয়ারিতেও অপরিবর্তিত সিলিন্ডার গ্যাসের দাম

ঢাকা: জানুয়ারি মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখে মূল্য ঘোষণা করা হয়েছে। এ মাসে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ডিসেম্বর মাসেও একই দাম নির্ধারণ করা হয়েছিল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৬৬৭ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫১৫ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৮১৮ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৯৩৯ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ১৮১ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।  

২২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬৬৬ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩০ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৬৩৬ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৯৯৯ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ২৪২ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৪৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।  

এর আগে গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়। নভেম্বর মাসে ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়।

গত ২ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়। আর গত আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ১১ টাকা ও ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।

তবে গত জুন ও মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা ও ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম।

মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।  

বাংলাদেশ সময়:১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
আরকেআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।