ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় সরণিতে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
বিজয় সরণিতে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বিজয় সরণি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এমদাদুল হক কাজল (৩১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয় সরণি এলাকার মেট্রো স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।


 
মৃত কাজলের ছোট ভাই জয় জানান, তাদের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠি গ্রামে। বর্তমানে তারা মিরপুর ছয় নম্বর সেকশনের রোড সি ব্লকের ১ নম্বর রোডে থাকেন।

তিনি আরও জানান, সন্ধ্যায় তিনি জানতে পারেন মিরপুর থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন তার ভাই কাজল। বিজয় সরণি এলাকায় অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন কাজল। পরে কাজলকে দুটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকও আহত হয়েছেন। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।