ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
উখিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার: উখিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের থাইংখালী মরাগাছতলা এলাকায় ঘটনাটি ঘটে।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) ও উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের বাসিন্দা মো. রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)।

দুর্ঘটনাকবলিত স্থান মরাগাছতলার গ্যাস পাম্পের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল টেকনাফমুখী একটি বাসের আগে যেতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুজনই ঘটনাস্থলে মারা যান। মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল তাদের।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ওসি মাহাবুল কবির বলেন, নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করলে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।