ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব

ঢাকা: বাউনিয়া এলাকায় সমাজের দরিদ্র ও শীতার্ত ২ হাজার ২০০টি পরিবারের মাঝে বিতরণ করা হল শীতবস্ত্র।   

ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে আজ (১ জানুয়ারি) 
এই শীতবস্ত্র বিতরণ করেন।

 

শীতবস্ত্র বিতরণের সময় তিনি ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উক্ত ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী; প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক; চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী; সেপকস, ঢাকা অঞ্চলের সভানেত্রী; সামরিক কর্মকর্তাগণ; অন্যান্য পদবির সেনাসদস্যগণ; বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এমইউএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।