ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে ফের দুই ভারতীয় নাগরিক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
সিলেট সীমান্তে ফের দুই ভারতীয় নাগরিক আটক

সিলেট: সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজারের লাফার্জ বিওপির ১২৩৯/এমপি সীমান্ত পিলারের আনুমানিক ৯০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামারগাঁও নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

এ দিন সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আটকরা হলেন, শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) ও একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)।

বিজিবির তথ্যমতে, বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি থেকে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামারগাঁও নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে। আকটদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এর আগে বুধবার (১ জানুয়ারি) অবৈধ অনুপ্রবেশের দায়ে ব্লোমিং স্টার (৩২) ও লোকাস (৫৫) নামে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।