ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আড়াই ঘণ্টা পর ধর্মঘট তুলে নিলেন ওষুধ ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
আড়াই ঘণ্টা পর ধর্মঘট তুলে নিলেন ওষুধ ব্যবসায়ীরা

বরিশাল: আড়াই ঘণ্টা পর ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান মালিকদের সংগঠনের আহ্বানে ফার্মেসি ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

গত বুধবার (১ জানুয়ারি) বিকেল ৫টায় শুরু হওয়া এ ধর্মঘট রাত পৌ‌নে ৮টায় স্থগিত করা হয় বলে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির বরিশাল জেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম জানিয়েছেন।

ওষুধের দোকান খুলে দেওয়ার পর সড়ক থেকে সরে এসেছে অবরোধকারী রোগীর স্বজনরা।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম জানান, ধর্মঘট শুরু করার পর বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তার কার্যালয়ে তাদের ডেকে নেয়। সেখানে পুলিশ কমিশনার জানিয়েছে, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নামদারী বাকি দুইজনকেও রাতের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। পুলিশ কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে রাত সাড়ে সাতটার দিকে ধর্মঘট স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। রাতের মধ্যে গ্রেপ্তার করা না হলে পরবর্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বরিশাল নগরীর সদর রোডে সমিতির কার্যালয়ের জমি দাবি করে রোববার ভোরে পাশের আইএকে পর্যটন হোটেলের মালিক লোকজন নিয়ে ভবন ভাঙচুর করে।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কম্পিউটার অপারেটর দেবাশিষ হালদার জানান, তাদের ভবনের পাশের আবাসিক হোটেল আইএকে পর্যটন হোটেলের মালিক ইকবাল আজম জমির মালিকানা দাবি করে ২১টি মামলা করেছে। কিন্তু জমি বৈধভাবে ক্রয় করার দলিল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রয়েছে। তবুও তার লোকজন ভোরে জমি দখলের জন্য ভবন ভাঙচুর করেছে। এ সময় কার্যালয় ভবনে থাকা নগদ অর্থ লুট করেছে। এতে সমিতির দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর পুলিশ কার্যালয় পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে। মামলায় নামদারী চার ও অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের দাবিতে ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিকেল পাঁচটার পর নগরীর পাঁচ শতাধিক ফার্মেসি বন্ধ হয়ে যায়।

ফার্মেসি বন্ধের পর বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা বিপাকে পড়ে। প্রয়োজনীয় ওষুধ কিনতে এসে না পেয়ে রোগীরা স্বজনরা হাসপাতালের সামনে গুরুত্বপূর্ণ বান্দ রোড অবরোধ করে। ধর্মঘট স্থগিত হওয়ার পর ফার্মেসি খুলে দেওয়া হলে তারাও সড়ক ছেড়ে দিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আসামি গ্রেপ্তারের আশ্বাসে ওষুধ মালিকরা ধর্মঘট প্রত্যাহার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অভিযোগের বিষয়ে জানার জন্য আবাসিক হোটেল আইএকে পর্যটন হোটেলের মালিক ইকবাল আজমের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।