কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ওয়াজ মাহফিল চলাকালে এয়ার গানের গুলি ছুড়েছে দুষ্কৃতকারীরা। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন আহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আহতরা হলেন-মুফতি আল আমিন সাদী (৩৮) ও ওয়াজ মাহফিলে আসা বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৫ জানুয়ারি) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া গাছ বাজার এলাকায় কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে স্থানীয় মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসা।
ওয়াজ মাহফিল চলাকালে রাত ১টায় মাওলানা মুফতি আল আমিন সাদী মঞ্চে ওঠার সময় দুষ্কৃতকারীরা এয়ারগানের মাধ্যমে গুলি ছোড়ে। এতে মুফতি আল আমিন সাদী ও মো. জুলহাস মিয়া গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ মুফতি আল আমিন সাদীকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই ওয়াজ মাহফিলটি পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরএ