কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা ৬২ শতাংশ জমি উদ্ধার করেছে প্রশাসন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নারান্দী ইউনিয়নের জামতলা বাজার ও পোড়াবাড়িয়া গ্রামে পোড়াবাড়িয়া মৌজার জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
আদালতের নির্দেশে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬২ শতাংশ জমি উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-পাকুন্দিয়া থানার পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকেই।
অভিযুক্ত মো. আলাউদ্দিন স্থানীয় নারান্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
জানা গেছে, ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েক বছর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন তার ভাতিজা কাজল মিয়ার সম্পত্তি দখল করে দোকান ও বাড়িঘর নির্মাণ করেন। এ ব্যাপারে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো কাজ হয়নি। পরে কাজল মিয়া ২০১৫ সালে আদালতের আশ্রয় নিয়ে বাটোয়ারা মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের ৮ অক্টোবর জেলা জজ আদালতের সহকারী জজ মোজাম্মেল হক মামলাটি কাজল মিয়ার পক্ষে রায় ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরএ