পাবনা: পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৭ মামলার আসামি সন্ত্রাসী বাবু ওরফে কাঙ্গাল বাবুকে (৪৩) বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) বিকেলে সেনাবাহিনীর মেজর শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবু একই গ্রামের আইজ উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি আওয়ামী লীগের সময় আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খানের ক্যাডার হিসেবে কাজ করতেন।
গত বছরের জুলাই মাসের ২১ তারিখে তাকে আমিনপুর থানা পুলিশ আটক করলেও অর্থের বিনিময়ে তাকে থানা থেকেই ছেড়ে দেওয়া হয় বলে সূত্র দাবি করেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া মেজর শরিফুল ইসলাম জানান, বাবু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি বিভিন্ন সময় দল বদল করে রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় থেকে বিভিন্ন অপকর্ম করতেন। তার নামে খুন, ডাকাতি, অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন, অপহরণ, হাটবাজারে চাঁদাবাজিসহ ১৭টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, বিকেলে বাবুকে পাবনা আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
গত জুলাই মাসেও তাকে আটক করার পর পুলিশ অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি তখন এখানে ছিলাম না, বিষয়টি জানা নেই।
বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
এসআই