ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের জোয়াদ্দার ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গাংনী উপজেলার পীরতলা গ্রামের সৌদি প্রবাসী আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮) ও একই গ্রামের আরেক সৌদি প্রবাসী সোহরাব হোসেন ওরফে সেন্টুর ছেলে আব্দুল্লাহেল বাকী (১৮)। নিহতরা কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল বলেন, মোটরসাইকেলে করে দুই কলেজছাত্র কুষ্টিয়া যাচ্ছিলেন। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রফরফ পরিবহন নামে যাত্রীবাহী একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিয়াম হোসেন। এছাড়া গুরুতর আহত হন অপর সঙ্গী আব্দুল্লাহ হেল বাকী। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

ওসি বানী ইসরাইল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।