ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আসপিয়া খাতুন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসপিয়া খাতুন পুরাতন সাতক্ষীরার কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।

নিহতের মামা মহসিন আলী জানান, আসপিয়া ধুলিহর এলাকায় থেকে শুক্রবার সকালে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিল। পথে আলিয়া মাদরাসা এলাকায় এলে অসাবধানতাবশত আসপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে গেলে সে ছিটকে রাস্তা ওপরে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা আসপিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।